পপুলার২৪নিউজ প্রতিবেদক:
দশম জাতীয় সংসদ নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ ও সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি।
ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ এবং সারা দেশের জেলা-উপজেলা সদরে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে দলটি।
সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
তবে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি আওয়ামী লীগ ও বিএনপিকে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না দেয়ার কথা জানিয়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ভোটারবিহীন বর্তমান সরকার গায়ের জোরে ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করে। বিএনপি এ দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস, গণতন্ত্র অপহরণ দিবস হিসেবে পালন করে আসছে’।
‘আমরা ঢাকা মহানগরীতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছি। একই সঙ্গে আগামী ৫ জানুয়ারি সারা দেশে জেলা ও উপজেলা সদরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে’।
সমাবেশের অনুমতির বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছি। অনুমতি চেয়ে গত পরশু দিন চিঠি দেয়া হয়েছে।
সরকারের বিরুদ্ধে নতুন বছরের প্রথম দিন থেকে দমননীতি চালানোর অভিযোগ এনে রিজভী তার কিছু উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরের মো. আওলিয়া, শিবপুরের নবাব আলী ও মো. লিটনকে গ্রেফতার করা হয়েছে। চিতলমারী উপজেলা সদরের মমিনুল হক টুলু, আহসান হাবিব, জাকারিয়া, শরিফুল আলম অপুর বাসায় পুলিশ তল্লাশির নামে আসবাবপত্র ভাঙচুর করেছে, বাড়ির মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়াপারসন এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, মুনির হোসেন এবং রফিকুল ইসলাম মাহতাব উপস্থিত ছিলেন।