ঢাকায় ফিফা সভাপতি

বৃহস্পতিবার ভোরে ফিফা সভাপতিজিয়ান্নি ইনফান্তিনো পাচ সদস্যের প্রতিনিদি দল নিয়ে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরন করেন। এসময় বাফুফের উর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান্। যদিও তার ঢাকায় আসার কথা ছিলো মধ্যরাতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে মঙ্গলিয়া থেকে তাদের বিমান ছাড়তে দেরি হয় । এ কারনে ভোরে ঢাকায় পৌছান তারা। বিমানবন্দ থেকে সোজা হোটেলে যান তারা।

সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর যাবেন বাফুফেতে। তখন তাঁর সামনে তুলে ধরা হবে বাফুফের সাম্প্রতিক কার্যক্রম। পরে বিকেলে তিনি সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সংবাদ সম্মেলন শেষে লাওসের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।
প্রতিনিধিদলের বাকি সদস্যরা হলেন ফিফার ডেপুটি জেনারেল সেক্রেটারি মাথিয়াস গ্রাফস্ট্রোম, চিফ অব কমিউনিকেশনস অনোফরে কস্তা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর অব মেম্বার অ্যাসোসিয়েশন সঞ্জীবন বালা সিংহাম ও সভাপতির অফিস ম্যানেজার ফেড্রিকো রাভিগ্লিওন।
উল্লেখ্য, সেপ ব্লাটার ও জোয়াও হ্যাভেল্যাঞ্জের পর ফিফার তৃতীয় সভাপতি হিসেবে বাংলাদেশ এসেছেন ইনফান্তিনো।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্স চোখে পড়ার মতো: ফিফা সভাপতি
পরবর্তী নিবন্ধপুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ আসামি নিহত