ঢাকায় নেয়া হচ্ছে বীরপ্রতীক তারামন বিবিকে

পপুলার২৪নিউজ ডেস্ক:

মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত তারামন বিবির উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। শনিবার যেকোনো সময় তাকে ঢাকায় পাঠানো হবে বলে চিকিৎসকদের এমন সিদ্ধান্তের বিষয়টি মুঠোফোনে জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারামন বিবির ছেলে আবু তাহের।

শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডে সমস্যার কারণে তারামন বিবিকে গতকাল শুক্রবার রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর রাতে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. হরিপদ সরকার তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে আবু তাহের বলেন, শ্বাসকষ্টের পাশাপাশি তার হার্টের সমস্যাও দেখা দিয়েছে। রংপুর সিএমএইচএ আনার পর থেকে তাকে আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

তারামন বিবির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তারামন বিবি শ্বাসকষ্ট আর কাশিতে ভুগছেন। কয়েকদিন ধরে তা বেড়েছে। এছাড়া তিনি নিজে চলাফেরা করতে পারছেন না।

 

পূর্ববর্তী নিবন্ধবিছানায় নারীসঙ্গ , চাকরি গেল আইএএস অফিসারের
পরবর্তী নিবন্ধদুনিয়া কাঁপানো ৫ দলবদল