ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

দেশের ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি দেশের ৫ বিভাগে বৃষ্টির আভাসও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশ দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, এই সপ্তাহে তাপপ্রবাহের পাশাপাশি দেশে বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখি ঝড় হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঘাবাড়িতে। আজ ঈশ্বরদীতে ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া এদিন ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি
পরবর্তী নিবন্ধট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিতের সম্ভাবনা নেই: বাণিজ্য উপদেষ্টা