ঢাকার ৫৮ খাল-জলাধারের ওপর স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা মহানগরের ৫৮টি খাল ও জলাধারের ওপর সব ধরনের স্থাপনা নির্মাণের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া কেন এসব খাল ও জলাধার দখলমুক্ত করা এবং দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না জানতে চেয়ে স্বপ্রণোদিত রুল জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রুলে আগামী দুই সপ্তাহের মধ্যে দখলকৃত খাল ও জলাধার পুনরুদ্ধার করে আদালতে প্রতিবেদন দাখিল করতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।

একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন দেখে আদালত স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধহুইলচেয়ারে বসেই অভিনেত্রীকে হেনস্তা করেন সিনিয়র বুশ!
পরবর্তী নিবন্ধউৎপল দাসকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বাবা