জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল ১০টার দিকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেন পাবনা ভাংগুড়ার বড়াল ব্রিজ স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে প্রায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ভাংগুড়া রেলওয়ে স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে বগি দুটি সরিয়ে দিলে সকাল ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভাংগুড়া স্টেশনের বুকিং সহকারী ইনচার্জ মেহেদী আল মাহামুদ জানান, বগি লাইনচ্যুতির পর দুই ঘণ্টা রাজশাহী সিল্কসিটি ট্রেন চাটমোহর স্টেশনে আটকে ছিল। আজ সারাদিন এ রুটের প্রতিটি ট্রেন এক ঘণ্টা বিলম্বে যাত্রা করবে বলে জানান তিনি।