ঢাকায় আরও একটি হাসপাতালে তালা

নিজস্ব প্রতিবেদক: মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষা ও চিকিৎসায় অনিয়ম-দুর্নীতি নিয়ে অব্যাহত বিতর্কের মধ্যে রাজধানীতে আরও একটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে সরকার।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখা থেকে জানানো হয়, বেসরকারি ওই হাসপাতালে অভিযানে গিয়ে নানা অনিয়ম পাওয়া গেছে। হাসপাতালটি কোনো আইনকানুন মানত না। এছাড়া তাদের কোনো কাগজপত্র নেই। তাই হাসপাতালটি বন্ধ করে দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার কর্মকর্তারা জানান, তদন্তে দেখা গেছে হাসপাতালটির কোনো লাইসেন্স নেই এবং সেখানে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহার করা হচ্ছিল।

এর আগে করোনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়া, লাইসেন্সের মেয়াদ না থাকা ও চিকিৎসায় অনিয়ম-দুর্নীতিসহ নানান অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতাল (উত্তরা ও মিরপুর শাখা) বন্ধ করে দেয়া হয়।

এদিকে করোনা মোকাবেলায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী-পিপিই মাস্ক সরবরাহে অনিয়মসহ নানা অভিযোগের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কাভার্ডভ্যান-লেগুনার সংঘর্ষে নিহত ৬
পরবর্তী নিবন্ধঈদের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সংবাদটি গুজব