ড. হাসানপুত্র পারভেজের উদ্যোগে মেডিকেল ও থানায় বসবে দুটি জীবানু নাশক কক্ষ 

আলমগীর নিশান :

বিশ্বব্যাপী মরণঘাতী (কোভিট-১৯) করোনা ভাইরাস সনাক্তকরনের ফটিকছড়ি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (নাজিরহাট মেডিকেল) ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপন করা হবে জীবানু নাশক কক্ষ ৷ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য, বিশিষ্ট দানবীর ও আওয়ামী লীগ নেতা আখতার উদ্দিন মাহমুদ পারভেজের উদ্যোগে জীবানু নাশক কক্ষটি স্থাপিত হচ্ছে বলে জানান ফাউন্ডেশনের মুখপাত্র আহমেদ এরশাদ খোকন ৷

তিনি আরো জানান, পারভেজ সাহেব আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ৷ আমাদের ফাউন্ডেশনের সর্বশেষ বোর্ড সভায় ইতিবাচক ও কল্যাণকর কিছু সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ ৷ মুখপাত্র আরো বলেন, এ জীবানু নাশক কক্ষটি স্থাপন করলে ফটিকছড়িবাসী উপকৃত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস ৷ মেডিকেল ও থানা, এ দুটি সরকারী প্রতিষ্ঠানে আগত সেবাভোগী এবং কর্মকর্তাদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি ৷

পূর্ববর্তী নিবন্ধবিদেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৭২ বাংলাদেশির মৃত্যু
পরবর্তী নিবন্ধকৃষকের ১শ একর জমির ধান কেটে দিয়েছেন স্বেচ্ছাশ্রমে