ড. শিরীন চবির ভারপ্রাপ্ত উপাচার্য

দোস্ত মোহাম্মদ,চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও বর্তমান উপ-উপাচার্য প্রফেসর ড.
শিরীন আখতার। এর মধ্য দিয়ে তিনি দেশের অন্যতম এই বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী
উপাচার্য হিসেবে দায়িত্ব পেলেন।
১৩ জুন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।শিক্ষা
মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ে একাডেমিক
ও প্রশাসনিক ধারাবাহিকতার স্বার্থে স্থায়ী উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত ড.
শিরীন আখতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।”
ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার ১৯৫৬ সালে চট্টগ্রাম শহরের ঈদগাও
এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।
তিনি ২০০৬ সালে ২৫ জানুয়ারি অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। কৃতী গবেষক এ
শিক্ষকের ১৪টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশ থেকে প্রকাশিত গল্প, উপান্যাস, গবেষণা
প্রবন্ধ রয়েছে।
এর আগে ড. শিরীন আখতার ১৯৯১ সালে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি
ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে বিএ অনার্স
এবং ১৯৮১ সালে এমএ ডিগ্রি লাভ করেন। মেধাবী এ শিক্ষক ১৯৭৫ সালে চট্টগ্রাম
গার্লস কলেজ থেকে এইচ এস সি এবং ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে
এসএসসি পাস করেন।

পূর্ববর্তী নিবন্ধরামু পূর্বাঞ্চল প্রেস ক্লাব এর মতবিনিময় সভায় অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধনতুন হাঁসের খামার গড়ার জন্য নেত্রকোণার আবুল কাশেমের পাশে দাঁড়ালেন গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা