ডেসটিনি চেয়ারম্যানের ৩ বছর কারাদণ্ড

 পপুলার২৪নিউজ প্রতিবেদক

সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে দুদকের দায়ের করা মামলায় ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ নভেম্বর) ঢাকার বিশেষ ৬ এর বিচারক মাহবুব রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি মোহাম্মদ হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধকেমন হবে দীপিকার বিয়ের সাজ
পরবর্তী নিবন্ধনয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ