ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে প্রশাসক নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক :  পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রশাসক নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ জানুয়ারি) চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের রায় স্থগিত করেন। একইসঙ্গে আগামী ১৬ জানুয়ারি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।

আদালতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার কারিশমা জাহান।

গত বছরের ১১ ফেব্রুয়ারি এ ইন্সুরেন্স কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেয় আইডিআরএ। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

ওই রিটের জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে গত ৬ জানুয়ারি রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। এতে প্রশাসক নিয়োগ অবৈধ হয়ে যায়।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আইডিআরএ’র পক্ষে চেয়ারম্যান আপিল বিভাগে আবেদন করেন।

পূর্ববর্তী নিবন্ধএক ইনিংসে ১০ উইকেট নেওয়া এজাজ ডিসেম্বরের সেরা ক্রিকেটার
পরবর্তী নিবন্ধস্মার্টফোনে যেভাবে ইন্টারনেট স্পিড বাড়ানো যায়