সাইদ রিপন: উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া ও আরেক সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৬ মার্চ) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।
পৃথক পৃথক নির্দেশনায়, গাইবান্ধা-৫ আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া এবং কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে উল্লেখ করা হয়।
আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর পক্ষে প্রচারণা করেছেন উল্লেখ করে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়াকে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে এবং সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে রবিবার বিকেল ৫টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয় ওই নির্দেশনায়।
এর আগে প্রথম দফা উপজেলা নির্বাচনেও কয়েকজন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল কমিশন।
এছাড়া সংসদ সদস্যরা যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন, তার জন্য জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠিও দিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।