ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর দনিয়ায় পদযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বুধবার স্থানীয় বিপুল সংখ্যক সাংস্কৃতিককর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পদযাত্রা ও সমাবেশ শেষে জোটের পক্ষে সর্বসাধারণের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজনে সার্বিক সহায়তায় ছিল দনিয়া সাংস্কৃতিক জোট।
কর্মসূচিতে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ গিয়াস, সাংস্কৃতিক সংগঠক মানজার চৌধুরী সুইট,অভিনেতা শহীদুল আলম সাচ্চু, প্রিন্সিপাল সায়েরা বেগম, দনিয়া জোট নেতা মো. শাহনেওয়াজ, এইচ আর অনীক, শেখ সাফায়েতুর রহমানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে সংস্কৃতিজন গোলাম কুদ্দুছ বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও বর্ষা মৌসুমে সাধারণ মশা ও এডিস মশার প্রজনন বৃদ্ধি পেয়ে থাকে। যার ফলে ডেঙ্গু জ্বর ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানাই।’
তিনি বলেন, ‘যত্রতত্র ময়লা-আবর্জনা ও ড্রেনের আবর্জনা থেকে মশা বংশ বিস্তার করে। জলাবদ্ধতা সৃষ্টি এর অন্যতম কারণ। এজন্য সবসময় বাড়ির আশপাশের ঝোঁপ-ঝাড়, জঙ্গল পরিষ্কার করতে হবে। শুধু সরকার নয়, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একইভাবে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।’
আগামীকাল ১ আগস্ট বিকেল ৫টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে অনুরূপ কর্মসূচি পালিত হবে বলে জোটসূত্রে জানা গেছে।

 

পূর্ববর্তী নিবন্ধডিআইজি মিজানের জামিন নামঞ্জুর
পরবর্তী নিবন্ধকোরবানি ঈদে ১ মিলিয়ন ফ্রিজ বিক্রির টার্গেট ওয়ালটনের