পপুলার২৪নিউজ ডেস্ক :
দেশের ইংরেজি জাতীয় দৈনিক দ্য ডেইলি সান এর ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সোমবার দুপুর ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুপুর পৌনে ৩টায় মরহুমের প্রথম জানাজা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ইস্ট ওয়েস্ট মিডিয়া চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, বাংলানিউজ টোয়েন্টিফোরের এডিটর ইন চিফ আলমগীর হোসেন, ময়নাল হোসেন চৌধুরী ও সহকর্মীরা জানাজায় অংশ নেন।
ডেইলি সান এর পক্ষ থেকে জানানো হয়, রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান দ্য ডেইলি সান কার্যালয়ে কর্মরত অবস্থায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আমির হোসেন। দ্রুত তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। এবং রাতেই লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে আজ সোমবার দুপুর ১২টার পরপরই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়, জাতীয় প্রেসক্লাবে। এরপর তাঁকে দাফনের উদ্দেশে মাদারীপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
আমির হোসেন ২৯ ডিসেম্বর ১৯৪৪ সালে মাদারীপুরের জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে এই প্রথিতযশা সাংবাদিক স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।