পপুলার৪নিউজ ডেস্ক:
ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট কাপে খেলার জন্য মিডলসেক্সের হয়ে চুক্তি সাক্ষর করেছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের এ অলরাউন্ডার খেলবেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের পরিবর্তে।
ডি ভিলিয়ার্সের সঙ্গে ইংল্যান্ডের এ ক্লাবটির প্রাথমিক যে চুক্তি ছিল তা গত সপ্তাহে শেষ হয়েছে। তবে মিডলসেক্স নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করলে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলতে আবারও ক্লাবে ফিরে আসবেন ডি ভিলিয়ার্স। সে সময় হাফিজও থাকবেন।
মোহাম্মদ হাফিজ বিশ্বকাপ শেষে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলেছেন। তিনি অ্যাডমন্টন রয়্যালসের অধিনায়কে দায়িত্ব পালন করেন।
হাফিজ গত বছরের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন এ অলরাউন্ডার।
তিনি পাকিস্তানের বিশ্বকাপের দলে ছিলেন, ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ৮৪ রানসহ বিশ্বকাপে ২৫৩ রান করেছিলেন।