ডিমের বাজার অস্থিতিশীল করলেই কঠোর ব্যবস্থা: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

যেসব ব্যবসায়ী কারসাজির মাধ্যমে ডিমের বাজার অস্থিতিশীল করে তুলবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ডিম মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী। এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সম্প্রতি আমরা লক্ষ্য করেছি এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কারসাজির মাধ্যমে ডিমের দাম বৃদ্ধি করেছে। তারা অবৈধভাবে ডিম মজুত করে অসাধু উপায়ে চড়া মূল্যে বিক্রি করছে। এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র‌্যাব। বেশ কয়েকজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীর বাড্ডা, কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ী এলাকায় র‌্যাব অভিযান পরিচালনা করেছে।’

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলা এসব অভিযানে এখন পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। যেসব ব্যবসায়ী কারসাজির মাধ্যমে বাজার অস্থিতিশীল করে তুলবে তাদের বিরুদ্ধে র‌্যাব আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

এদিকে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তে অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ডিমের আড়তের ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি সাইফুর রহমান বলেন, ‘আজ ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীতে ডিমের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।’

‘অভিযানে দেখা যায়, এসব আড়তের ব্যবসায়ীরা রশিদ ছাড়া ডিম কেনাবেচা করছেন। তারা রশিদ ছাড়া ডিম বিক্রি করছেন বেশি দামে বিক্রির উদ্দেশ্যে। এসব অভিযোগে কাপ্তান বাজার, ওয়ারী ও যাত্রাবাড়ীর ডিমের আড়তের ২৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।’

এ বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বলেন, ‘রাজধানীর কাপ্তান বাজার ডিমের অন্যতম একটি আড়ত। এখান থেকে ডিমের সাপ্লাই নিয়ন্ত্রণ হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের এজেন্সি থেকে কাপ্তান বাজারে ডিম আসে। পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে ডিম কিনে বিক্রি করেন। ক্রেতা এবং বিক্রেতার পাকা রশিদ থাকতে হবে। সেখানে কত টাকা দরে ডিম কিনে এনেছে এবং কত টাকা দরে বিক্রি করছে তা পাকা রশিদে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।’

‘কিন্তু দুঃখের বিষয় এখানে কোথাও কোনো পাকা রশিদ আমরা পাইনি। রশিদে শুধু ডিমের সংখ্যা লেখা আছে কিন্তু টাকার উল্লেখ নেই। এছাড়া এখানকার পাইকারি ব্যবসায়ীরা যে ডিম বিক্রি করছেন, সেখানেও টাকার কথা লেখা নেই। এ অভিযোগে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানতেন না বলে বলছেন। দেশবাসীকে সচেতনতা এবং যারা অন্যায়ভাবে ব্যবসা করছে তাদের জরিমানার আওতায় আনা হবে। দুই লাখ, এক লাখ, ৫০ হাজার, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে।’ যোগ করেন তিনি।

অন্যদিকে, বাড্ডার অভিযান নিয়ে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বলেন, ‘সম্প্রতি কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আড়ালে দৈনন্দিন বাজারদর বৃদ্ধি করে তারা সরকারি অনুমোদন ব্যতীত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে আসছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।’

‘এরই ধারাবাহিকতায় আজ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত র‌্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তর বাড্ডা, সাত্তারকুল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।’

অভিযানকালে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মোতাবেক ন্যায্যমূল্যের অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় এবং মূল্যতালিকা না থাকার অপরাধে আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নুরুল আমিনকে ৩০ হাজার টাকা, সুমনের ডিমের আড়তের স্বত্বাধিকারী মো. সুমনকে ৩০ হাজার টাকা, এম.বি.এ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মাহবুবুল আলমকে ৩০ হাজার টাকা, আব্দুল্লাহ স্টোরের স্বত্বাধিকারী মো. আমিনুলকে ৩০ হাজার টাকা, ফলের মেলার স্বত্বাধিকারী মো. রাসেলকে ২০ হাজার টাকা, কামরুল রেস্টুরেন্টের স্বত্বাধিকারী পরিমল চন্দ্র দেকে ২০ হাজার টাকা এবং নিউ গ্রিন ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সৈয়দ আ. হান্নানকে ৫০ হাজার টাকাসহ মোট ২ লাখ ১০ টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধচার স্কিম রেখে সর্বজনীন পেনশন বিধিমালা জারি
পরবর্তী নিবন্ধবিদেশিদের পেছনে ঘুরে বিএনপির কোনো লাভ হয়নি : হাছান মাহমুদ