ডিপিএল সামনে রেখে অনুশীলন শুরু আবাহনীর

ক্রীড়া ডেস্ক:
নতুন বছরে, নতুন আরেকটা মৌসুমে শুরু হচ্ছে আবাহনীর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) যাত্রা। গেল বছরের দল থেকে তিন জন ক্রিকেটারকে এবার দলে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ছাড়া নতুন করে দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক হান্নান সরকার। দায়িত্ব পেয়েই দল গঠন করেছিলেন সাবেক এই ক্রিকেটার।

এবার সবার আগে মাঠের অনুশীলনও শুরু করল আকাশী নীলরা। আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শুরু করে দলটি। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন প্রায় সব খেলোয়াড়ই। হান্নান সরকারের নেতৃত্বে এদিন অনুশীলনে দেখা গিয়েছে মোসাদ্দেক হোসেন, রিপন মন্ডল ও মাহফুজ রাব্বিদের।

অনুশীলন শুরুর দিনেই মাঠে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। গেলবারের দল থেকে এবার খেলছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাহিদ রানারা। এদিকে মোহাম্মদ মিথুন, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, মেহেরব হোসাইন অহিন, রিপন মন্ডল, আনামুল হককে দলে ভিড়িয়েছিল তারা।

সর্বশেষ আফিফ হোসেনের দল পরিবর্তনে নতুন করে যুক্ত হয়েছেন মুমিনুল হক। এ ছাড়া মেহেদী হাসান, শাহরিয়ার কমল, নাঈমুর রহমান নয়ন, শামসুল অনিকরাও রয়েছেন দলে। ক্রিকেটারদের পাশপাশি দলের ট্রেনার হিসেবে অনুশীলনে দেখা গিয়েছে ইফতেখার ইফতিকে। ফিজিও হিসেবে কাজ করবেন মোসাদ্দেদ সানি।

পূর্ববর্তী নিবন্ধপরকীয়ার জন্য গোবিন্দর ৩৭ বছরের সংসার ভাঙার গুঞ্জন
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত