ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশকে ‘ডিজিটাল বাংলাদেশে’ রূপান্তরের ঘোষণা দিয়েছিলাম। এটা এখন আর স্বপ্ন নয় বাস্তব। ই-পাসপোর্ট তার প্রমাণ। বাংলাদেশকে ডিজিটাল করার জন্য কম্পিউটার, ল্যাপটবসহ আধুনিক সব যন্ত্রপাতির ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করার সুফল আজ আমরা পাচ্ছি।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ই-পাসপোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, স্বাক্ষরতার হার বৃদ্ধি করেছিলাম, দারিদ্র্যের হার কমিয়েছিলাম। কিন্তু এরপরে ৫ বছর আমরা আর ক্ষমতায় আসতে পারিনি। ২০০৮ সালে যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসি, যখন দেশ সেবার সুযোগ পাই তখন আমরা পুরোদমে আবারও দেশ গড়ার কাজে মনোনিবেশ করি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কার্যক্রম গ্রহণ করি।

তিনি আরও বলেন, প্রথমবার ক্ষমতায় আসার পরপরই আমরা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। কিন্তু সেইবার আমরা দেশকে পুরোপুরি ডিজিটাল করতে পারিনি। দ্বিতীয়বার আসার পরে আমরা বাংলাদেশকে ডিজিটাল করার জন্য কম্পিউটারসহ সকল আধুনিক যন্ত্রপাতির ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে দেই। ডিজিটালাইজড (আধুনিকায়ন) করার সকল প্রকার যন্ত্রপাতি জনগণের কাছে যেন সহজলভ্য হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি, যার সুফল আজকে আমরা পাচ্ছি।

শেখ হাসিনা বলেন, আজ সারাদেশে এর প্রতিফলন দেখতে পাচ্ছি। প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়নে সাবমেরিন ক্যাবল পৌঁছে গেছে। আমরা স্যাটেলাইট বঙ্গবন্ধু- ১ উৎক্ষেপণ করেছি। বাংলাদেশের মানুষ যেন আধুনিক জ্ঞানসম্পন্ন হয়ে ওঠে সে ব্যবস্থা আমরা করে যাচ্ছি।

তিনি বলেন, ২০১৫ সালে দেশের জনগণের জন্য মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়া শুরু করি। ২০১৮-১৯ অর্থবছরে থেকে আমরা ই-পাসপোর্ট প্রকল্প গ্রহণ করেছি। ই-পাসপোর্ট বাস্তবায়নের জন্য ইমিগ্রেশন ও অধিদফতরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচন করা আমাদের অঙ্গীকার রয়েছে : সিইসি
পরবর্তী নিবন্ধযে দুই অভিযোগে অভিশংসনের মুখে ট্রাম্প