ডিজিটাল নিরাপত্তা বিলে রাষ্ট্রপতির সই

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা বিলে সই করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সোমবার বহু আলোচিত ওই বিলে সই করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতির স্বাক্ষরের পর কোনো বিল আইন হিসেবে গণ্য হয়। এখন এটি গেজেট আকারে প্রকাশ করবে সরকার।

এর আগে গত বুধবার ডিজিটাল নিরাপত্তা আইন সংক্রান্ত নথি বঙ্গভবনে রাষ্ট্রপতির দফতরে পাঠানো হয়।

এর আগের দিন মঙ্গলবার এ বিল সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিভিন্ন মহলের আপত্তির মধ্যেই গত ১৯ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হয় বহুলালোচিত ডিজিটাল নিরাপত্তা বিল। এটিসহ ওই অধিবেশনে মোট ১৮টি বিল পাস হয়।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়
পরবর্তী নিবন্ধএবার তনুশ্রী-নানা পাটেকার বিতর্কে জড়ালেন অক্ষয়