ডিজিটাল নিরাপত্তা আইন মতপ্রকাশের পরিপন্থী: সম্পাদক পরিষদ

ডিজিটাল নিরাপত্তা আইনকে সংবাদ মাধ্যমের বাক ও মতপ্রকাশের স্বাধীনতা পরিপন্থী কালাকানুন আখ্যায়িত করে সম্পাদক পরিষদ বলেছে, এটিকে আইনে পরিণত করায় আমরা যারপরনাই হতাশ, ক্ষুব্ধ ও মর্মাহত। এটি মুক্তিযুদ্ধের অন্তর্নিহিত চেতনার পরিপন্থী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পরিষদের এক সভায় এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজের নুরুল কবির, কালের কণ্ঠের ইমদাদুল হক মিলন ও বাংলাদেশ প্রতিদিনের নঈম নিজাম।

সম্পাদক পরিষদ জানায়, আমাদের মৌলিক আপত্তি, দফায় দফায় আলোচনা ও সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে দুইবার বৈঠক সত্ত্বেও ডিজিটাল নিরাপত্তা আইনটি পাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় ফিলিস্তিনি বিক্ষোভে ইসরাইলি গুলি, নিহত ৬
পরবর্তী নিবন্ধপূজার কারণে কর্মসূচি পেছালো বিএনপি