পপুলর২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালক পদে ৭ জন করে ১৪ জনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। রবিবার ৫৯৮তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিএসইসির অনুমোদন পাওয়া ডিএসইর স্বতন্ত্র পরিচালকেরা হলেন- বিচারক সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ড. আবুল হাশেম, ওয়ালিউল ইসলাম, এম কায়কোবাদ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মনসুর মো. আশরাফ খান (এনডিসি, পিএসসি) এবং ড. মো. মাসুদুর রহমান।
এদিকে সিএসইর স্বতন্ত্র পরিচালকেরা হলেন- ড. এ.কে আব্দুল মোমেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী (এনডব্লিউসি, পিএসসি), প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ (এফসিএমএ), ড. মোহাম্মদ আয়ুব ইসলাম, ড. মইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর এসএম সালামত উল্লাহ ভূইয়া ও প্রদীপ পাল (এফসিএমএ, এফসিএ)।