ডিএসইর সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে সূচক

 


পপুলার২৪নিউজ প্রতিবেদক: দেশের পুঁজিবাজার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ব্যাপক সূচকের ঊত্থানে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকে বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৬১ পয়েন্টে। যাতে সূচকটি যাত্রার সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এ সূচকটির যাত্রা শুরু হয়েছে ২০১৩ সালের ২৭ জানুয়ারি।

সোমবার ডিএসইতে ১ হাজার ১৬৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৬০১ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৬৪ কোটি ৪৮ লাখ টাকার বা ৯৪ শতাংশ।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩২টি কোম্পানির মধ্যে ১৭৯টি বা ৫৩.৯২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১৪টি বা ৩৪.৩৪ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি বা ১১.৭৫ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের শেয়ার। এদিন কোম্পানির ৭৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা দি সিটি ব্যাংকের ৬৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৬২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স।

 

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৬০ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৪৫টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

পূর্ববর্তী নিবন্ধবার্সা ছেড়ে ম্যান সিটিতে যেতে চেয়েছিলেন মেসি!
পরবর্তী নিবন্ধরাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহারে জরিমানা