ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বেশকিছু এলাকায় গত কয়েকদিন ধরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে দুটি রিকশাচালকদের সংগঠন ডিএমপি সদর দপ্তরে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাতে এসেছেন।

বেলা ১১টায় রিকশা চালকদের ১০ সদস্যর একটি প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরে প্রবেশ করে।

অন্যদিকে রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১৫ সদস্যর প্রতিনিধি দলও বৈঠকের জন্য ডিএমপিতে এসেছেন।

এর আগে গতকাল রোববার ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করে অটোরিকশা চালকরা। পরে তারা কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

এর আগে রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওইসব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

পূর্ববর্তী নিবন্ধসাবেক আইজিপি মামুন ৩ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন