ডিএনসিসির মেয়র পদ শূন্য ঘোষণা

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে ঘোষণা আসে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম গণামাধ্যমকে জানান, আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের পদ শূন্য ঘোষণা করে আদেশ জারি করে বিজি প্রেসে পাঠিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে আদেশটি গেজেট আকারে প্রকাশ হবে।

এর আগে রোববার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পদ শূন্য ঘোষণার তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন। শনিবার রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

আনিসুল হক ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে লক্ষাধিক টাকার গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
পরবর্তী নিবন্ধ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার বিষয়ে হাইকোর্টে রুল