ডিএনএ পরিবর্তন থেরাপিতে সারবে রক্ত স্বল্পতা

পপুলার২৪নিউজ ডেস্ক:
রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া হলে বিপরীত ডিএনএ পরিবর্তন থেরাপিতে এ রোগ সারবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

তারা এ রোগে আক্রান্ত ফরাসি কিশোর-কিশোরীদের অস্থি মজ্জায় জিনগত নির্দেশনা পরিবর্তন করেছেন। এতে তাদের শরীরে সুস্থ লোহিত রক্তকণিকা তৈরি হতে দেখা গেছে।

গবেষণায় এ থেরাপিটি শিশুদের মধ্যে ১৫ মাসের জন্য প্রয়োগ করা হয়। এ সময় তাদের কোনো ওষুধও দেয়া হয়নি। তারপরও আশানুরূপ ফল পেয়েছেন গবেষকরা।

প্যারিসে নেকাবে শিশু হাসপাতালে বিশ্বের প্রথমবার এ পদ্ধতি ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা ধারণা করছেন, লাখ লাখ মানুষ এ পদ্ধতি প্রয়োগ করে অ্যানিমিয়া থেকে বাঁচতে পারেন। খবর বিবিসির

হিমোগ্লোবিন রক্তের একটি অন্যতম প্রধান উপাদান। এই হিমোগ্লোবিনের কাজ হল শরীরের অক্সিজেন সরবরাহকে নিশ্চিত করা। শরীরে আয়রণের কমতি হলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আর হিমোগ্লোবিন কম হওয়া মানেই হল শরীরে অক্সিজেনের সরবরাহে ব্যাঘাত ঘটা।

হিমোগ্লোবিন সাধারণত বৃত্তাকার লাল রক্ত কণিকা, যা শরীরের চারপাশে অক্সিজেন বহন করে। অনেক সময় অক্সিজেন সরবরাহে ব্যাঘাত ঘটলে রক্তস্রাব শরীরের চারপাশে ব্লক তৈরি করতে পারে। এতে তীব্র ব্যথা হয় এবং শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। কোনো কিছুতেই উৎসাহ আসে না।

যে কিশোর-কিশোরী এ চিকিৎসা নিয়েছে তার অভ্যন্তরীণ ক্ষত সারাতে প্লীহা সরানো হয়েছে এবং তার কোমর প্রতিস্থাপনেরও প্রয়োজন হয়েছে। প্রতি মাসে তাকে হাসপাতালে গিয়ে ত্রুটিপূর্ণ রক্ত পরিবর্তন করতে হয়েছে।

যেহেতু শিশুর বয়স ১৩ তাই প্যারিসে নেকাবে শিশু হাসপাতালের চিকিৎসকরা এর থেকে বেশি জটিলতায় যাননি।

চিকিৎসকরা তার অস্থিমজ্জা সরানো (অস্থিমজ্জা থেকে হেমাটোপয়েসিস প্রক্রিয়ার মাধ্যমে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়) এবং যেখানে রক্ত উৎপন্ন হয় জেনেটিক্যালি তার ডিএনএ খুঁত বের করে ক্ষতিপূরণের জন্য এটা বদলে দিয়েছিলেন।

রক্ত স্বল্পতায় প্রোটিন হিমোগ্লোবিন তৈরি করে, যা লাল রক্ত কোষ তৈরিতে নির্দেশ দেয় গাঢ় হতে। এ সময় নতুন ভাইরাসে দেখা দেয় রক্ত স্বল্পতা। আর সঠিক অস্থিমজ্জা স্বাভাবিকভাবে কাজ করে।

নিউ ইংল্যান্ড জার্নাল মেডিসিনের ফলাফলে দেখা যায়, এ পদ্ধতিতে কিশোর-কিশোরীর শরীরে ১৫ মাস আগে স্বাভাবিক রক্ত তৈরি হয়েছে।

প্যারিস বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ফিলিপ লিবোল্চ বলেন, এ পদ্ধতি ব্যবহারে রোগীর রোগ শরীরে কোনো ব্যথা নেই এবং তাকে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না।

পূর্ববর্তী নিবন্ধএক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের সিরিজ জয়
পরবর্তী নিবন্ধডেইলি সানের সম্পাদক আর নেই