ডিআইজি মিজান কি দুদকের চেয়েও শক্তিশালী : আপিল বিভাগ

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালককে ঘুষ দেয়ার অভিযোগে অভিযুক্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি)মিজানুর রহমানকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় উষ্মা প্রকাশ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। দুদকের আইনজীবীকে উদ্দেশ্য করে আদালত বলেছেন, ‘ডিআইজি মিজানকে এখনও গ্রেফতার করছেন না কেন? সে কি দুদকের চেয়েও বেশি শক্তিশালী?’

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ উষ্মা প্রকাশ করেন।

দুদক আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, ‘আপনাদের একজন পরিচালকের বিরুদ্ধেও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। যেখানে দুদক দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই প্রতিষ্ঠানের একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ সতিই অ্যালার্মিং।’

আদালত আরও বলেন, ‘ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে। ওই টাকার বিপরীতে বন্ধককৃত সম্পত্তি ছাড়িয়ে নিতে হাইকোর্টে আবার রিট করা হচ্ছে। এসব বিষয় নিয়ে ভাবার সময় এসেছে।’

রোববার হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিনসংক্রান্ত শুনানির সময় আদালত এসব মন্তব্য করেন। পরে আদালত জেসমিন ইসলামের জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এ সময় আদালতে দুদকের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। তিনি আদালতকে বলেন, ‘তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে। ডিআইজি মিজানের বিষয়টি বিষয়টি তদন্ত চলছে।’

পরে আদালত বলেন, ‘দুদক কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হওয়ার বিষয়টি অ্যালার্মিং।’

প্রসঙ্গত, ডিআইজি মিজানের ঘুষ লেনদেনের বিষয়ে পুলিশের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, ডিআইজি মিজানুর রহমান অন্যায়ভাবে হীনস্বার্থে ক্ষমতার অপব্যবহার করেছেন। তার কর্মকাণ্ড পুলিশ বিভাগসহ সরকারের ভাবমূর্তিকে দারুণভাবে ক্ষুণ্ণ করেছে। তার এ ধরনের কাজ পুলিশের বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী, যা অসদাচরণের শামিল।

পূর্ববর্তী নিবন্ধকালচার প্রোগ্রামে নয় এগ্রিকালচার বিষয়ক প্রোগ্রাম হলে আমাকে পাবেন: পরিকল্পনামন্ত্রী
পরবর্তী নিবন্ধওসি মোয়াজ্জেম গ্রেফতার