ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক:

কারা অধিদফতরের সাময়িক বরখাস্তকৃত ডিআইজি প্রিজন বজলুর রশিদের বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে ঢাকার সংশ্লিষ্ট বিশেষ জজ আদালতে এ চার্জশিট দাখিল করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. নাসিরউদ্দীন।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

চার্জশিটে বলা হয়েছে, আসামি বজলুর রশীদ নামে-বেনামে অসাধু উপায়ে তার জ্ঞাত-আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা মূল্যের সম্পদ অর্জন করেন।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ঘুষের টাকা লেনদেন করতে বজলুর রশীদ নিজের ঠিকানা গোপন করে স্ত্রীর নামে মোবাইল ফোনের সিম কেনেন। সরাসরি টাকা না পাঠিয়ে ঘুষ চ্যানেলের মাধ্যমে তিনি টাকার আদান-প্রদান করতেন। এর মধ্যে এসএ পরিবহনের মাধ্যমে প্রায় কোটি টাকা কুরিয়ার করার ২৪টি রশিদের কথা উল্লেখ করা হয়েছে দুদকের অভিযোগপত্রে।

 

পূর্ববর্তী নিবন্ধওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা
পরবর্তী নিবন্ধ২ হাজার কোটি টাকা পাচার : ফরিদপুর ছাত্রলীগ সভাপতির দায় স্বীকার