ডাক মারলেন লিটন-সাকিব

অনলাইন ডেস্ক

ডাক মারলেন লিটন-সাকিব, হোঁচট খেল বাংলাদেশ

সংগৃহীত ছবি

ইনজুরি নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওপেনিংয়ে নেমেছেন তামিম ইকবাল। আর তার সঙ্গী কে হচ্ছেন তা নিয়ে দোলাচল থাকলেও শেষ পর্যন্ত লিটন দাসই সঙ্গী হয়েছেন তামিমের। কিন্তু প্রথম ওভারেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরেন লিটন। লাসিথ মালিঙ্গার প্রথম ওভারের ৫ম বলে মেন্ডিসের ক্যাচে পরিণত হন লিটন। পরের বলেই বোল্ড হয়ে শূন্যরানে ফিরে গেছেন সাকিব আল হাসান।

এর আগে প্র্যাকটিসে তামিম ইনজুরিতে পড়লে এশিয়া কাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দেয়। তার বিকল্প হিসেবে মুমিনুল হককে দলে সংযুক্ত করা হয়।

এদিন ১৪তম এশিয়া কাপ আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

উপুল থারাঙ্গা, ধনঞ্জয়, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, শানাকা, মালিঙ্গা, সুরঙ্গা লাকমাল, অপনসো, দিলরুয়ান পেরেরা।

পূর্ববর্তী নিবন্ধটস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপরিবেশ অধিদপ্তর ও ওয়ালটনের বিশেষ সেমিনার