ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গোলাম রব্বানী (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ২টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ৩৮৫/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী উপজেলার তারাঞ্জুবাড়ী হরিণমারী ক্যাম্পের হাটগ্রামের মৃত পশিরউদ্দিন ওরফে পশিরুলের ছেলে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে রব্বানীসহ একদল গরু ব্যবসায়ী বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ৩৮৫/৫ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। ওই সময় ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গোলাম রব্বানী নিহত হন। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।

বিজিবির ঠাকুরগাঁও- ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ বলেন, ঘটনাটি তিনি গোয়েন্দা সূত্রে শুনেছেন, এ ব্যাপারে নিশ্চিত হবার জন্য পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি সাজেদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আইয়ুব বাচ্চুর মরদেহ
পরবর্তী নিবন্ধজাফরুল্লাহর বিরুদ্ধে আশুলিয়া থানায় ফের চাঁদাবাজি মামলা