ঠাকুরগাঁওয়ে নদী থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার


জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৮ ঘণ্টা পর নদী থেকে দুই সন্তানসহ মায়ের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিপুর কাশিডাঙ্গা এলাকায় তীরনই নদী থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে মৃত তিন জন হলেন রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার রহিম উদ্দিনের স্ত্রী নাসিমা (৪০), তার ছেলে শাওন (৮) ও সাফায়েত (৫)।

মাজেদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, মরদেহ তিনটির হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। স্থানীয়রা ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড আবার অনেকে বলছেন, অভিমান করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তারা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই মহিলা তার স্বামীর সঙ্গে ঝগড়া করে সন্তানদের নিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় তাদের পরিবারের লোক বুধবার সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তার কিছুক্ষণ পরেই খবর আসে মা ও দুই সন্তানের মরদেহ পাওয়া গেছে তীরনই নদীতে। পরে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনার বিস্তারিত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধহাথুরুসিংহেকে অব্যাহতি দিয়ে তামিমকে দলে নিতে লিগ্যাল নোটিশ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর নেতৃত্ব অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির