ট্রেন দুর্ঘটনায় নিহতের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়ার নির্দেশ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের ১ লাখ করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দিবাগত রাত ৩ টার দিকে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতা ট্রেনের মধ্যে সংঘর্ষে ১৬ জন নিহত হয়। এঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে দুর্ঘটনার কারণে রেল চলাচল বন্ধ হয়ে গেলে, প্রায় ৮ ঘণ্টা পর সকাল ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল শুরু হয়।

এ ঘটনায় রেলওয়ে ও জেলা প্রশাসনের উদ্যোগে ঘটনা তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকসবায় দুই ট্রেন সংঘর্ষে নিহত ১৬
পরবর্তী নিবন্ধতূর্ণা এক্সপ্রেসের চালক-গার্ডসহ ৩ জন বরখাস্ত