ট্রেনের ধাক্কায় পা হারানো রনি মারা গেছে

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারানো কিশোর রনি (১৫) মারা গেছে।

শনিবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞার কলাতলিতে নেয়া হয়।

ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

নিহতের বাবা নাসির উদ্দিন জানান, ঢাকায় সে যখন যে কাজ পেতো তাই করতো। কিছু দিন ধরে কমলাপুর এলাকায় পানি বিক্রি করতো। শুক্রবার (২৫ মে) পানি বিক্রি করে ট্রেন থেকে নামার সময় তার পা হাঁটুর নিচ থেকে ছিঁড়ে যায়। পরে লোকজন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। শনিবার সেখানেই মারা যায় রনি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যার পর বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে পানি বিক্রি করতে করতে কমলাপুর স্টেশনের দিকে আসতেছিল সে। পথে মগবাজার রেল স্টেশনের কাছে ট্রেন ধীর গতিতে চললে সে নামতে গিয়ে ট্রেনের নিচে তার পা চলে যায়। এতে তার ডান পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিচ্ছিন্ন পাসহ তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে পথচারীরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী ভারত সফরে কি এনেছেন, জানতে চান এরশাদ
পরবর্তী নিবন্ধসরকার মাদক নির্মূলে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক: শিল্পমন্ত্রী