নিজস্ব প্রতিবেদক:
‘স্বয়ংক্রিয় চালান’ পদ্ধতিতে ট্রেজারি চালানের অর্থ গ্রহণ শুরু করেছে জনতা ব্যাংক লিমিটেড। সরকারের রাজস্ব এবং বিভিন্ন সেবার ফি ট্রেজারি চালানের মাধ্যমে জনতা ব্যাংকে জমা দেওয়া যাবে। ব্যাংকটির সকল শাখায় এখন থেকে গ্রাহকরা এ সুবিধা পাবেন। গ্রাহকদের উদ্বুদ্ধ করতে সম্প্রতি বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরসহ দেশব্যাপী রোড শো করছে জনতা ব্যাংক লিমিটেড। এতে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ের জিএম ও ডিজিএম, এরিয়া ইনচার্জ, শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহন করেন।