ট্রাম্প টাওয়ারে আগুন

পপুলার২৪নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রাম্প টাওয়ারে’ আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর রয়টার্স।

সোমবার স্থানীয় সময় সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়,ট্রাম্প বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন।

এ বিষয়ে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিস জানায়, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আগুনের সূত্রপাত হওয়ার দেড় ঘণ্টা পরও ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট এবং অগ্নি নির্বাপক বাহিনীর ৮৪ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

এ ঘটনায় ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প এক টুইটে বলেছেন, ভবনের ছাদে কুলিং টাওয়ারে বৈদ্যুতিক গোলযোগ থেকে ‘ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা’ এটা। টুইটে নিউ ইয়র্ক ফায়ার সার্ভিসের প্রশংসা করেন ট্রাম্পের ছেলে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে হোয়াইট হাউজে ওঠার আগে পরিবার নিয়ে এই ভবনেই থাকতেন নিউ ইয়র্কের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের সদর দফতর এই ট্রাম্প টাওয়ারেই। আর ৬৬ তলায় ট্রাম্পের বিখ্যাত পেন্টহাউজ।

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তার জন্য খালেদা জিয়ার মামলা বকশীবাজারে: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধবিপাশার জন্মদিনে পুরনো প্রেমিকের শুভেচ্ছা