ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ভিত্তিহীন : হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আজ পর্যন্ত যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, সেগুলি ভিত্তিহীন। হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল শুক্রবার এই বিবৃতি দেওয়া হয়েছে।

হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি সন্ডার্স এই বিবৃতি প্রকাশ করেছেন।এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে সন্ডার্সকে জিজ্ঞাসা করা হয়, ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির একাধিক অভিযোগ আছে। অন্তত ১৬ জন নারী প্রেসিডেন্টের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। এ বিষয়ে গত সপ্তাহে রোজ গার্ডেনে একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট অভিযোগগুলি “ভিত্তিহীন” বলে উড়িয়ে দেন। তাহলে কি সব নারীরাই মিথ্যা কথা বলছে? উত্তরে সন্ডার্স বলেন, “হ্যাঁ। প্রথম থেকেই বিষয়টি নিয়ে আমরা স্পষ্ট মতামত দিয়ে এসেছি। প্রেসিডেন্টও এ নিয়ে কথা বলেছেন। ”

প্রসঙ্গত, ২০১৬ সালে ক্যাম্পেনিংয়ের সময় ১১ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। অশালীনভাবে শরীরে হাত দেওয়া ও চুমু খাওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

অন্য অনেকে অভিযোগ তুলেছিলেন, ট্রাম্প একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করেন। সেখানে যখন তারা পোশাক পরিবর্তন করতেন, সেখানে যেতেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধবিজেপি সভাপতি আলোচিত-সমালোচিত সুনামগঞ্জের মিঠুন চৌধুরী আটক
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষকের মৃত্যু