ট্রাম্পের নিরাপত্তা দলের ২ জন করোনা আক্রান্ত

পপুলার২৪নিউজ ডেস্ক: মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের দুজন এজেন্টের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় সংস্থাটির কয়েক ডজন কর্মীকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, আক্রান্ত ওই দুইজন রোববার ওকলাহোমায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভায় ছিলেন। সিক্রেট সার্ভিস অবশ্য তাদের ঠিক কতজন আইসোলেশনে আছে তা বলে নি।

ওকলাহোমার টালসা শহরে যখন করোনার সংক্রমণ বাড়ছে- সেই সময় সেখানে নির্বাচনী সভা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা হয়।

সেই সভার আগে তার প্রচার টিমের ৬ জন সদস্য এবং পরে দু‌’জন করোনাভাইরাস পজিটিভ বলে ধরা পড়ে।

যুক্তরাষ্ট্রের আটটি অঙ্গরাজ্যে এখন করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে । নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেক্টিকাটের কর্তৃপক্ষ বলেছে, ওই আটটি রাজ্য থেকে আগতদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় এক পূর্বাভাসে বলছে, অক্টোবর মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮০ হাজার লোক করোনাভাইরাসে মারা যাবে। তবে যদি ৯৫ ভাগ আমেরিকান মাস্ক পরে তাহলে মৃত্যুর সংখ্যা হবে ১ লাখ ৪৬ হাজার।

যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই করোনাভাইরাসে ২৩ লাখ লোক আক্রান্ত এবং ১ লাখ ২১ হাজার লোক মারা গিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধলিচু খেলে কি ওজন কমে?
পরবর্তী নিবন্ধসচিবালয়ে বসে থাকাই মন্ত্রীর একমাত্র কাজ নয়: স্বাস্থ্যমন্ত্রী