ট্রাম্পের তিন মাসের শাসনামলে গ্রেফতার ২১ হাজার

 

পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বহু সংখ্যক শরণার্থী গ্রেফতার করেছে।
মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের রোববারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে প্রায় ২১ হাজার ৩৬২ শরণার্থী ও অভিবাসী গেফতার হয়েছে।
২০১৬ সালের প্রথম তিন মাসে গ্রেফতারের সংখ্যা ৩২.৬ শতাংশ কম ছিল। আইসিই সমীক্ষা অনুযায়ী, ২০১৬ সালে ১৬ হাজার ১০৪ জন আভিবাসীকে গ্রেফতার করা হয়েছিল। ২০১৪ সালে এ সংখ্যা ২৯ হাজার ২৩৮। তবে ২০১৫ সালে গ্রেপ্তারের সংখ্যা ১৮ হাজার ৩১ ।

পূর্ববর্তী নিবন্ধবাস বন্ধ রাখলে রুট পারমিট বাতিল:বিআরটিএ চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধরিশা হত্যামামলার বিচার শুরু