ট্রাক-মাইক্রোবাস-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় ট্রাক, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জনের নাম-পরিচয় জানা যায়নি। আহত পাঁচজনের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সিলেটের ছাতকের লোকমান মিয়ার ছেলে সালমান (২৬), কুমিল্লার মুরাদনগর উপজেলার আব্দুল খালেকের ছেলে বিল্লাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত বাইতুনের ছেলে খুরশিদ মিয়া (৬০)।

স্থানীয়রা জানান, দুপুরে ওই মহাসড়কের সৈয়দাবাদ এলাকায় ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লামুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে চাপা দেয়। এ সময় ট্রাকটি যাত্রীবাহী আরও একটি অটোরিকশাকে চাপা দেয়। এই ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন গুরুতর হন। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়ার পথে নারী ও শিশুসহ তিনজন মারা যান।  আহত পাঁচজনের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

সরাইলের খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৪৬৯
পরবর্তী নিবন্ধজর্জিয়ায় ট্রাম্পকে টপকে জয়ের দুয়ারে বাইডেন