জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ঢাকা-টাঙ্গাইল সড়কে রসুলপুর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় জুরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার সকাল ৬টার দিকে কালিহাতীর পোংলি এলাকায় একটি ট্রাক বিকল হওয়ায় সড়কে এই যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক এস এম শহীদুর রহমান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেইনের কাজ চলছে। এ কারণে এমনিতেই সব সময় গাড়ির ধীরগতি থাকে।
এছাড়া শুক্রবার রাত থেকে বৃষ্টির কারণে গাড়ি চলছে থেকে থেমে । তার ওপর মহাসড়কে হঠাৎ ট্রাক বিকল হয়ে পড়ায় যান চলাচল একেবারেই বন্ধ হওয়ার অবস্থা।
শনিবার সকাল পর্যন্ত গাড়ি থেমে থেমে চলতে দেখা গেছে।
যানজট নিরসনে জেলা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানান ওসি।
সড়কে গাড়ির জটে আটকে পড়া শ্যমলী পরিবহনের যাত্রী জাহিদুল ইসলাম জানান, রাত থেকে গাড়ি চলছে ধীরগতিতে। কখন গন্তব্যে পৌঁছাব জানি না।