পপুলার২৪নিউজ ডেস্ক:
কয়েক বছর আগেও প্রযুক্তি বিশ্বে ট্যাবলেট কম্পিউটার বা ট্যাব নিয়ে একটা উন্মাদনা ছিল। এ বছর থেকে ট্যাবের জনপ্রিয়তায় মন্দা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি) গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইডিসি জানিয়েছে, ট্যাব নির্মাতা বড় প্রতিষ্ঠানগুলো বিক্রি কমে যাওয়ার কথা বলেছে। বৈশ্বিক পর্যায়ে ট্যাবলেট বাজারে আসার হার এ বছর সাড়ে ৮ শতাংশ কমেছে। চলতি বছরের প্রথম তিন মাস বা প্রথম প্রান্তিকে ৩ কোটি ৬২ লাখ ইউনিট ট্যাব বাজারে এসেছে। এ নিয়ে টানা ১০ প্রান্তিকজুড়ে ট্যাব বিক্রি কমার ধারা অব্যাহত রয়েছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের পৃথক এক সমীক্ষায় জানা গেছে, এ বছরের প্রথম প্রান্তিকে ট্যাব বিক্রি ১০ শতাংশ পর্যন্ত কমেছে।
আইডিসির বিশ্লেষক রায়ান রেইথ বলেন, আইপ্যাড বাজারে আসার পর থেকে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত ট্যাবলেটের চোখধাঁধানো প্রবৃদ্ধি এখন ইতিহাস। অনেক গ্রাহক মনে করছেন, ট্যাব ছাড়া তাঁরা চলতে পারবেন। ট্যাবের পরিবর্তে স্মার্টফোন ও নতুন হালকা-পাতলা ল্যাপটপ ব্যবহার করছেন তাঁরা। যে হারে ট্যাবলেটের বাজার বেড়েছিল, অন্য অনেক প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে তা দেখা যায়নি।
আইডিসির তথ্য অনুযায়ী, বর্তমানে ট্যাবলেট বাজারে ২৪ দশমিক ৬ শতাংশ দখল করে শীর্ষে রয়েছে অ্যাপল। অ্যাপলের ক্ষেত্রে অবশ্য প্রথম প্রান্তিকে ১৩ শতাংশ পর্যন্ত বিক্রি কমতে দেখা গেছে। স্যামসাংয়ের ট্যাব বিক্রি কমেছে ১ দশমিক ১ শতাংশ। বাজারের সাড়ে ১৬ শতাংশ দখল করে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। ট্যাবলেট বিক্রি কমেছে আমাজনেরও। ১ দশমিক ৮ শতাংশ বিক্রি কমে বর্তমান বাজারের ৬ শতাংশ দখল করেছে আমাজন। ট্যাবের বাজারে বাজারে ভালো করেছে চীনের হুয়াওয়ে। ৩১ দশমিক ৭ শতাংশ বিক্রি বেড়েছে হুয়াওয়ের। বর্তমান ট্যাব বাজারের ৭ দশমিক ৪ শতাংশ দখল করে ট্যাবের বাজারের তৃতীয় স্থান দখল করেছে হুয়াওয়ে।
ট্যাবের বাজারের পঞ্চম স্থানটি লেনোভোর। বাজারের ৫ দশমিক ৭ শতাংশ দখল রয়েছে লেনোভোর।
বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকস একই রকম বাজার দখলের হিসাব প্রকাশ করেছে। তাদের তথ্য অনুযায়ী, গত কয়েক প্রান্তিকে মাইক্রোসফটের সারফেস ট্যাব ভালো করলেও গত প্রান্তিকে ২ শতাংশ বিক্রি কমেছে সারফেস ট্যাবের। তথ্যসূত্র: এএফপি।