ট্যানারি শ্রমিক-মালিকদের মানববন্ধন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
হাজারীবাগের ট্যানারিতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করছেন ট্যানারিশিল্পের শ্রমিক ও মালিকরা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঝিগাতলা-শংকর সড়কে অবরোধ করে রেখেছেন তারা। সাভারে ট্যানারি স্থানান্তরে বাধ্য করতে বৃহস্পতিবার থেকে হাজারীবাগের ট্যানারিগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধের নির্দেশ রয়েছে। সাভারে গড়ে ওঠা চামড়া শিল্পনগরীতে হাজারীবাগের ট্যানারি কারখানা স্থানান্তরের নির্দেশ দফায় দফায় দেওয়া হলেও তাতে এতদিন কান দেননি ব্যবসায়ীরা।

২০১০ সালের অক্টোবরে ট্যানারি স্থানান্তরে ছয় মাস সময় দিয়েছিলেন হাইকোর্ট। সে অনুসারে ২০১১ সালের ৩০ এপ্রিলের পর থেকে হাজারীবাগে ট্যানারি চালানোর অনুমোদন নেই। এরপরও সরকার চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেয়। তারপরও ট্যানারি সরিয়ে নেননি মালিকরা। গত বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ আগামী ঈদুল আজহা পর্যন্ত হাজারীবাগে থাকতে চেয়ে ট্যানারি মালিকদের করা আবেদন খারিজ করে দেন।

পূর্ববর্তী নিবন্ধথারাঙ্গাকে ফেরালেন তাসকিন
পরবর্তী নিবন্ধসিরাজগঞ্জে গাড়িচাপায় সাইকেল আরোহী নিহত