টেস্ট র‌্যাংকিংয়ে ঝলমলে টাইগার ব্যাটসম্যানরা

                                     পপুলার২৪নিউজ ডেস্ক:
23ওয়েলিংটন আর জোহানেসবার্গ টেস্টের পর অনেক হিসাব নিকাশেই পরিবর্তন চলে এসেছে। টেস্ট র‌্যাংকিংয়ে চার দলের ব্যাটসম্যান আর বোলাররা নিজেদের অবস্থান পরিবর্তনের বেশ ভালো সুযোগ নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড আর শ্রীলংকা দলের বোলার-ব্যাটসম্যানদের তুলনায় সুযোগ গ্রহণে বাংলাদেশী ক্রিকেটাররা পিছিয়ে নেই। তবে টাইগার বোলাররা তেমন একটা সফলতা পাননি।

মঙ্গলবার সকালে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি নতুন র‌্যাংকিং প্রকাশ করে। আর এতেই জানা যায় উত্থান-পতনের তথ্য।

র‌্যাংকিংয়ে টাইগার ব্যাটসম্যান সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মুমিনুল হকের উন্নতি হয়েছে।

রেকর্ড পার্টনারশিপের পাশাপাশি নিজেদের ব্যক্তিগত রানের খাতায় সেরা ফিগার যোগ করার মধ্য দিয়ে সাকিব আর মুশফিক বেশ ভালো করেছেন।

তবে তামিমও পিছিয়ে নেই। ৬৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি নিয়েছেন টেস্ট ব্যাটসম্যানদের ২০তম স্থান। র‌্যাংকিংয়ে তার দুই ধাপ উন্নতি হয়েছে।

অন্যদিকে র‌্যাংকিংয়ে ঊর্ধ্বমুখী অবস্থার জানান দিয়ে র‌্যাংকিংয়ে ২৩তম ব্যাটসম্যান হয়েছেন সাকিব। তার পয়েন্ট ৬৫৯। ক্যারিয়ারে এটাই তার সবোর্চ্চ পয়েন্ট। র‌্যাংকিংয়ে তার ৮ ধাপ উন্নতি হয়েছে।

সাকিবের পরেই রয়েছেন মুমিনুল আর মুশফিক।

র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতিতে মুমিনুল ২৮তম স্থান দখল করেছেন। তার পয়েন্ট ৬৩৬।

আর রেকর্ড পার্টনারশিপ গড়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ভালো অবস্থানে চলে এসেছেন টাইগার অধিনায়ক মুশফিক। র‌্যাংকিংয়ে ১০ ধাপ উন্নতি করে ৩৫তম স্থানে চলে এসেছেন এ ডান-হাতি ব্যাটসম্যান। তার সংগৃহীত রেটিং পয়েন্ট ৫৭২।

পূর্ববর্তী নিবন্ধপর্ন সাইট বন্ধে লিংক পাঠান: বিটিআরসি
পরবর্তী নিবন্ধএকরাম বাহিনীর গুলিতে নিহত ১