স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম এক টেস্টে সেঞ্চুরি ও ফিফটির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ১২৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানের ঝকঝকে অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। তাতে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছিলেন।
ভালো পারফরম্যান্সের সুবাদে এবার আইসিসি টেস্ট র্যাংকিংয়েও উন্নতি হলো মুশফিকের। পাঁচধাপ উন্নতি হয়েছে তার। ১৭তম স্থানে পৌঁছে ক্যারিয়ার সেরা অবস্থানে মিস্টার ডিপেন্ডেবল।
এদিকে মুশফিকের মতো ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার। ম্যাচে ৯ উইকেট নিয়ে তিনধাপ উন্নতি হয়েছে তাইজুলের। ২০তম স্থানে পৌঁছে ক্যারিয়ার সেরা অবস্থানে তিনি।
বোলিং ও ব্যাটিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যাটিংয়ে একধাপ উন্নতিতে তার অবস্থান ৩৮তম স্থানে। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন সাকিব। বোলিংয়েও দ্যুতি ছড়ান। তাতে তিনধাপ উন্নতিতে তার অবস্থান ২৬তম স্থানে। তবে চার ধাপ অবনমন হয়েছে মেহেদী হাসান মিরাজের। সাকিবের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে আছেন এই অফস্পিনার।
এদিকে বোলিংয়ে র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ইবাদত হোসেন। ১৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৬৭স্থানে।
লিটনের দুই ধাপ অবনমন হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন। ১৩তম স্থান থেকে ১৫তম স্থানে গিয়েছেন লিটন। তামিমের তিনধাপ (৪২) ও মুমিনুলেরও একধাপ অবনমন হয়েছে (৬১)। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদেরও র্যাকিংয়ে পিছিয়ে পড়েছেন।