পপুলার২৪নিউজ ডেস্ক:
ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে গুরুত্ব দেওয়ার তাগিদে টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের তারকা বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। পাকিস্তান গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পরাজয়ের পর ইতোমধ্যেই আমির এই সংক্রান্ত বিষয়ে সতীর্থ ও দলীয় ব্যবস্থাপনার সাথে আলোচনা করেছেন।
একটি রিপোর্টে অবশ্য বলা হয়েছে নিজের ব্যক্তিগত এইসব আলোচনা কিভাবে সকলের সামনে আসলো তা নিয়ে আমির বেশ হতাশা প্রকাশ করেছেন। সেখানে আরো বলা হয়েছে, এই ধরনের আলোচনা কিভাবে প্রকাশ পেল তা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও দলীয় ব্যবস্থাপনা তদন্ত শুরু করেছে।
রিপোর্টের সূত্রমতে, ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্টে ১১ উইকেট দখল করা আমির বিষয়টি নিয়ে সতীর্থ ও সংশ্লিষ্টদের সাথে বেশ স্পষ্টভাবেই আলোচনা করেছেন। তিনি মনে করছেন টেস্ট ক্রিকেটে আরো বেশী শারিরীক ফিটনেস প্রয়োজন। এই মুহূর্তে তিনি ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই বেশী মনোযোগী হতে চান।
২৫ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজ সফরে ১১ উইকেট দখল করে নিজেকে বেশ ভালই প্রমান করেছেন। কিন্তু সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম মনে করেন বাঁহাতি এই পেসারের বোলিংয়ে আরো উন্নতির প্রয়োজন রয়েছে।
স্পট ফিক্সিংয়ের কারণে ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৫ সালের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে এ পর্যন্ত ১৫টি টেস্ট খেললেও খুব একটা সাফল্য পাননি আমির। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে গুরুত্ব দেবার তাগিদে প্রথম খেলোয়াড় হিসেবে শুধুমাত্র আমির টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেননি। এর আগে ২০১০ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য টেস্ট ক্যারিয়ার থেকে অবসর নিয়েচিলেন পাকিস্তানী অল রাউন্ডার শহীদ আফ্রিদী।