টেস্ট টিউব শিশু বৈধ: শরীয়া আদালত

পপুলার২৪নিউজ ডেস্ক:
সন্তান জন্মদানের জন্য টেস্ট টিউব পদ্ধতি গ্রহণকে ইসলামের দৃষ্টিতে জায়েজ বা বৈধ বলে রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়া আদালত এ রায় দেয়।

২২ পৃষ্ঠার এ রায়ে আদালত বলেছে, বাবার বীর্য এবং মায়ের ডিম্বানুকে যথাযথ চিকিৎসা পদ্ধতিতে টেস্ট টিউবে গর্ভধারণের জন্য রাখা যাবে। পরে তা ভ্রুণে পরিণত হলে আসল মায়ের গর্ভে রাখা যাবে। এক্ষেত্রে যে শিশু জন্ম নেবে তার দাবিদার হবে আসল মা-বাবা।

রায়ে আরও বলা হয়, এই প্রক্রিয়া অবৈধ বলে বিবেচিত হবে না বা পবিত্র কুরআন এবং সুন্নাহর বিধানের বিরোধী হবে না।

এই রায়ের যৌক্তিকতা হিসেবে আদালত বলে, টেস্ট টিউব শিশু জন্মদানের বৈধতার কারণ হলো বীর্য এবং ডিম্বানুর মালিক আসল বাবা ও মা।

যদি কোনো দম্পতি যথাযথ মেডিকেল পদ্ধতি ব্যবহারের বিষয় সম্মত হয় তাহলে টেস্ট টিউবে সন্তান জন্মদানের ক্ষেত্রে আইনগত কোনো আপত্তির ব্যাপার নাই। ফলে সব কিছুর বিচারে টেস্ট টিউব শিশু বৈধ বলে গণ্য হবে।
তবে আদালত রায়ে স্পষ্ট করে বলেছে, টাকার বিনিময়ে ‘সারোগেট’ মায়ের (অন্যের সন্তান জন্মদিতে গর্ভ ভাড়াদানকারী) মাধ্যমে সন্তান জন্মদানকে অবৈধ এবং কুরআন ও সুন্নাহর বিরোধী।

সন্তান জন্মদানের ক্ষেত্রে শরীয়া বিরোধী বিভিন্ন পদ্ধতি ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছ আদালত।

এছাড়া আদালত টেস্টটিউব শিশু জন্মদানের বিষয়ে এবছরের ১৫ আগস্টের মধ্যে আইন প্রণয়ন করতে বলেছে।

পূর্ববর্তী নিবন্ধঅঙ্কের সমাধানে ডাকা হলো পুলিশ
পরবর্তী নিবন্ধমনপুরায় সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩০