পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হারভে। টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর বলেছেন, এটা ‘বড় ধরনের দুর্যোগ’ বয়ে আনবে।
বর্তমানে ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি ৪-এ রয়েছে। এটি মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি শিগগিরই টেক্সাসের উপকূলে আঘাত হানতে পারে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহায়তা চেয়েছেন। যুক্তরাষ্ট্রে গত ১২ বছরের মধ্যে এই ঘূর্ণিঝড়টিই সবচেয়ে ভয়ংকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে টেক্সাসের উপকূলীয় শহর করপাস ক্রিস্টি থেকে ঘূর্ণিঝড়টি ৭০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৫ কিলোমিটার।
গভর্নর অ্যাবোট বলেন, হারভে এখন ‘খুবই জটিল ও ভয়ংকর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে’।
ঘূর্ণিঝড়টি টেক্সাসের তেল শোধনাগার শিল্প অঞ্চলসহ বন্দরনগর করপাস ক্রিস্টিতে আঘাত হানতে যাচ্ছে। ওই নগরীর লোকসংখ্যা ৩ লাখ ২০ হাজার।
কেন্দ্র থেকে সহায়তা চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে অ্যাবোট বলেন, ‘প্রচুর বৃষ্টিপাতসহ আঘাত হানতে যাওয়া এই ঘূর্ণিঝড় সহজেই কয়েক শ কোটি ডলারের সম্পদের ক্ষতি ও প্রাণহানি ঘটাতে পারে।