টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

জেলা প্রতিনিধি:

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। নানা জটিলতা কাটিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে এমভি পারিজাত ও রাজহংস নামের দুটি জাহাজ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ছয় শতাধিক যাত্রী নিয়ে পাড়ি জমিয়েছে জাহাজ দুটি। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের পরিচালক তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠকের সিদ্ধান্তে শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু করা হয়েছে। কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সি-ক্রোজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কায়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, নানা প্রচেষ্টার পর বৃহস্পতিবার বৈঠকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়। একরাতের প্রচেষ্টায় দুই জাহাজে ৬০০ যাত্রী নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় আগে পিছে করে জাহাজ দুটি দমদমিয়া ঘাট ত্যাগ করে।

কক্সবাজার ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন (টুয়াক) সাধারণ সম্পাদক এ কে এম মনিবুর রহমান টিটু বলেন, নাফ নদীর নাব্যতা-সংকট ও নদীতে একাধিক বালুচর জেগে ওঠার অজুহাতে এবারের পর্যটন মৌসুমের শুরু থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ছিল। প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও জাহাজ চলাচলের অনুমতি মিলছিল না। অবশেষে ১২ জানুয়ারির সিদ্ধান্তে আবার জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, প্রবালদ্বীপের ৯০ শতাংশ মানুষ পর্যটন মৌসুমের ছয়মাসের ব্যবসার উপর নির্ভরশীল। কিন্তু মৌসুমের তিনমাসেও টেকনাফ থেকে সেন্টমার্টিনে জাহাজ না আসায় দ্বীপে পর্যাপ্ত পর্যটক আসেনি। ফলে, এখানকার জনজীবনে স্থবিরতা নেমে এসেছিল। শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। এতে দ্বীপবাসী আনন্দিত।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরুর পর দমদমিয়া জেটিঘাটে আবারও কর্মব্যস্ততা বেড়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও লোকাল লোকজনের আর্থিক ক্ষতি পুষিয়ে উঠবে বলে আশা করছি।

পূর্ববর্তী নিবন্ধআম বয়ানের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শুরু
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু