টেকনাফে ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক ২

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবা ও মিয়ানমারের নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে করেছে র‌্যাব-১৫।

শুক্রবার রাত পৌনে ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জাদিমোরা ক্যাম্প-২৭, ব্লক ডি-৫ এর রোহিঙ্গা মিনজু আহম্মেদ ফজল হকের ছেলে মো. রহিম (২৫) ও জাদিমোরা এলাকার আবদুস শুক্কুরের ছেলে মো. জুবাইয়ের (২৭)।

কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, মাদক ব্যবসায়ীরা টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ জাদিমোরা রাস্তাসংলগ্ন বিবিএস গ্রুপের পূর্ব উত্তর পাশে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন এমন গোপন খবর পাওয়া যায়।

এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি ৯৮ লক্ষ্য টাকা।

উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইশরাকের প্রচারণায় ‘ছোট্ট খালেদা জিয়া’
পরবর্তী নিবন্ধখুলনায় নব্য জেএমবির ২ সদস্য আটক