টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ যুবক নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওমর ফারুক (৩৫) ও আবদুর রহমান (৪৫)।

র‌্যাবের দাবি, নিহত ফারুক ও আবদুর রহমান মাদকবিক্রেতা। ঘটনাস্থল থেকে একটি গাড়ি, ৩০০ বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার ভোরে উপজেলার বাহারছড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক রামুর খুনিয়া পালং এলাকার ও আবদুর রহমান টেকনাফ বাহারছড়ার বাসিন্দা।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা মাহতাব জানান, ইয়াবা পাচারের গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা সাবরাং চেকপোস্টে অবস্থান নেয়। এ সময় একটি গাড়িটিকে সন্দেহ হলে থামানো সংকেত দেয় র‌্যাব।

এ সময় গাড়ি থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় পাচারকারীরা।

আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে গোলাগুলি থেকে গেলে ঘটনাস্থল থেকে ওই দুই মাদকবিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়।

এ সময় তাদের ব্যবহৃত গাড়ি থেকে ৩০০ বোতল ফেনসিডিল, চার হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৬৫
পরবর্তী নিবন্ধট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু