গোপালগঞ্জ প্রতিনিধি:
মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পায়াক্ট বাংলাদেশ এবং আদ্রিতা ভিজুয়াালের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
“মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা: দিপকর বিশ্বাস, পায়াক্ট বাংলাদেশের প্রোগ্রাম অর্গানাইজার শেখ জাফরসহ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।